একাকী দাঁড়িয়ে কাঠ ফাটা রোদ্দুরের
তপ্ত দুপুর বেলায়। এক সমুদ্দুরের
ন্যায় এই পিচ ঢালা উত্তপ্ত রাস্তায়
দুটি হাত ভরা ফুল নিয়ে অসহায়
কিশোর বালিকা ডেকে যায়, বিকানোর
আশায় ঘুরে সেথায়। ক্ষুধা মিটানোর
এক অদম্য উপায়। কোন পথচারী
ফিরে চায় যবে তারি পানে। আহামরি
কিছু লাভ হবে তাতে এমন আশায়
কাছে যায় তৃপ্তি ভাসে চোখের ভাষায়।
হেন পোষ মানা ক্ষুধা নিবৃত্তির জন্য
জীবনের রণে ওরা হয়ে আছে হন্য।
হইনা আমরা একে অপরের জন্য
স্বল্প আয়ের গরিব অতীব নগণ্য।
জন্ম থেকেই ওদের চাহিদা সামান্য
গরিব বলেই যেন করিনা কার্পণ্য।
মানুষেরা কেন হবে মানুষের পণ্য
কেন হতে হবে আজি এমন জঘন্য।
আমাদের হতে হবে তাদের সহায়
কিছুটা সহানুভূতি জীবন বেলায়।
শিশু জীবন বিকাশে যেন পাশে পায়
আশা ভালোবাসা পাক জীবন চলায়।