বাবা ডেকে বলে না
দুষ্টুমি করে না
লক্ষ্মী সোনা,
মা-র ডাক শুনি না
কই গেলো ময়না
কেন দেখি না।
দু'জনেই অতীত
হয়েছে দেহাতীত
কেমন আছে?
হয়ে থাকি বিনীত
স্মৃতি অবিকৃত
পাই না কাছে।
দিনগুলি এভাবে
পার করি যেভাবে
ভালো লাগে না,
বাবা-মার অভাবে
ভুলে থাকা কিভাবে
সবই অজানা।
যতটুকু দাঁড়ালে
ভুল ত্রুটি এড়ালে
এগুনো যায়,
আমাদের আড়ালে
তোমরা তা ছড়ালে
জীবন নায়।
পথচলা শুরুতে
বুকে দুরুদুরুতে
পাশে পেয়েছি,
অবুঝ ভাবনাতে
অসহ্য বেদনাতে
দূরে থেকেছি।
দিয়ে গেলে প্রেরণা
নেই তার তুলনা
ভব সংসারে,
পেয়ে গেলে যন্ত্রণা
করোনি যা ধারণা
উপ-সংহারে।
তোমরা থেকো ভালো
জ্বেলে সেখানে আলো
করছি দোয়া,
চলবো সাথে বয়ে
উত্তরসূরি হয়ে
বাবা মা'র ছোঁয়া।
.........