দেশের সোনার মাটি
হাঁটাহাঁটি বাঁকা আইলে
পাকা ধান পরিপাটি
মাইলের পর মাইলে।
আইলের দুই ধারে
ছুঁয়ে যায় শীষ আদরে
ধান দেখে মন ভরে
সোনা ঝরা ধানি চত্বরে।
কিষাণের জান প্রাণ
গ্রামের মাটি জমি ধান
খাটুনির অবদান
সোনা ঝরা ধানি বাগান।
কিষাণির মনে আশা
ধান ফসলে ভালোবাসা
মনের শত প্রত্যাশা
দূরে হয়ে যাবে বিদিশা।
ধার দেনা দূর হয়ে
দিনগুলো যাবে এগিয়ে
অতীতের দিন চেয়ে
পথ চলা বুদ্ধি জুগিয়ে।
ঘর বাড়ি চালা ঘর
সারতে হবে যে আবার
অভাবের এ সংসার
সামর্থ্য হয়নি সারার।
ছোট ছেলে মেয়ে নিয়ে
সংসার চলছে ঢিমিয়ে
ফলনের দিকে চেয়ে
থাকতে পারে না ঝিমিয়ে।
আশা নিয়ে বাসা বেঁধে
পরিবারে সাধ মিটিয়ে
উপাসনা কেঁদে কেঁদে
ফসলের বীজ ছিটিয়ে।
চালা-ঘরে অবশেষে
ধান ফসলে ভালোবেসে
ধানের বাগানে বসে
প্রশান্তি ফসলি আবেশে।