ভেবেছি যারে পোড়া অন্তরে
দূর হতে আনত নয়নে
অতৃপ্ত মনে প্রতিটি ক্ষণে
প্রত্যাশা মনে, রেখো চয়নে।
শৈবাল জমা আত্মার ক্ষমা
অন্বেষণে কাটে অনুক্ষণ
সুচারু বিশ্বে কত রহস্যে
গড়া আছে পথ নিদর্শন।
সম্ভ্রান্ত কুলীন দৃষ্টিহীন
শত ঐশ্বর্য প্রাচুর্যে ঘেরা
দর্প ঔদ্ধত্যে ধর্ম পাণ্ডিত্যে
যেন বিশ্ব জগতের সেরা।
বিশ্ব ভুবনে দম্ভ অর্জনে
নির্লজ্জ প্রচেষ্টায় সফল
কীর্তিকলাপ পূর্ণ বিলাপ
দেহান্তর জীবনে বিফল।
ক্ষয়িষ্ণু ক্ষর কর্মে ঊষর
অথর্ব অকর্মণ্য নাচার
বিশ্ব প্রণেতা সৃজনকর্তা
ক্ষমা করো মম পাপাচার।
গরিব চিত্ত দয়া নিমিত্ত
করে যাই শত প্রায়শ্চিত্ত
তব মহত্ত্বে দয়ার বিত্তে
রক্ষা করো অন্ধের অস্তিত্ব।
সৃষ্টিতে তুমি অন্তর্যামী
স্তুতি মম অবনত শিরে
নিষ্ঠ প্রার্থনা দৃঢ় অর্চনা
অঢেল দয়া সাগর তীরে।
অনুশোচনা সমালোচনা
তুমি বুঝ না হৃদ যন্ত্রণা
পাপ বঞ্চনা মন মন্ত্রনা
অনুপ্রেরণা শুধু করুণা।
#reza ১/৭-২০২০