জীবনের ছায়াপথে আলো আঁধারির মধুরাতে
প্রতিশ্রুতি দায়ভার জীবনে যাহার হাতে হাতে।
দিকভ্রান্ত পথিকের মতো অবিরত পথে পথে
অহর্নিশ ঘুরে ফিরে ক্লান্ত আশাহত মাঝ রাতে।
দিন চলে যায় ধীরে অজান্তে নিভৃতে চুপিসারে
অবসন্ন বুক চিরে আর্তনাদ ঝরে অকাতরে।
অহরহ নিরীহের নিগ্রহ পীড়ন নির্বিচারে
চলিছে প্রকাশ্যে সদা বিক্ষিপ্ত উন্মত্ত নির্বিকারে।
বিদগ্ধ বিধ্বস্ত প্রাণ কেঁদে মরে রুধিবার তরে
বাঁজে অশনি সংকেত যেন অপ্রতিরুদ্ধ হুঙ্কারে।
ভয়াবহ আশংকায় বিক্ষুদ্ধ দিনাতিপাত করে
ত্রাস ভীতিময়তায় শংকা হয়, অপঘাতে মরে।
ঘৃনা আক্রোশ অবজ্ঞা চলে স্বার্থ আত্মগরিমায়
প্রগল্ভ অহংকারী নির্লজ্জ সুতপা সেজে রয়।
গড়মিল হয় কত দেখেশুনে বুঝিনা তো হায়
হয়ে আছি পরাভূত কতো জীবনের বিপর্যয়।
অত্যাচারের মাত্রার সীমারেখা গিয়েছে পেরিয়ে
মূল্যবোধ পদে পদে বিলুপ্ত হয়ে যাচ্ছে হারিয়ে।