মায়ের কথা মনে পড়লে খারাপ লাগে অনেক
চুপটি করে সময় কাটাই বসে থাকি খানেক।
সবার সাথে মিলে মিশে সময় পার হয় কতো
মাকে আজ পাশে না পেয়ে কষ্ট লাগে ততো।
আজ আবাসে মা নেই পাশে সহেনা মন যাতনা
একাকী বসে দুঃখ প্রকাশে মনে কষ্টের ভাবনা।
জীবন চলার পথে মায়ের আছে শত অবদান
দিইনি মাগো তোমায় ওগো তেমন কোনো সম্মান।
গড়ে তুলেছ অনেক কষ্টে মোরা কুলাঙ্গার সন্তান
আত্মত্যাগের দীপ্ত চেরাগ হয়না তার উপমান।
নিবাসে থেকে তোমায় রেখে ভালো কিছুই লাগে না
দূরে এলাম কি-বা পেলাম কাঁদছে বসে আজ মা।
এখন বসে ভাবনা আসে তুমি আছো মা কেমন
আগের দিন যেমন ছিল হবে না আর তেমন।
চোখের জলে জানতে চাও আমরা কেমন আছি
নিজের জন্য বলছ তুমি উঠিয়ে নিলেই বাঁচি।
মঙ্গল হোক সন্তানদের এটাই তোমার কাম্য
সৃষ্টিকর্তার অজানা নয় মা, মাগো তুমি প্রণম্য।
#reza. ২৫/৬-২০২১