নাই নাই সংসারে আছে সব বাজারে
ঘরের চিৎকারে কান ঝালাপালা করে,
দয়া হোক প্রভু
চলতে হয় তবু
অভাবের সংসারে টানাটানির জোরে।
অকারণে এই দুর্মূল্য আর্থিক অসাফল্য
কোথাও নেই মূল্য কোথা পায় আনুকূল্য,
অসহায় নাগরিক
সমস্যা সাংসারিক,
নিত্য চিত্তচাঞ্চল্য আকাশচুম্বী দ্রব্যমূল্য।
গুনে গুনে মাসে আয় নির্ধারিত পয়সায়
একমাত্র উপায় হিসাব করে হবে ব্যয়,
হয় তবু গরমিল
কেউ বলে বখিল,
নিয়ন্ত্রণহীন দ্রব্যমূল্যে দায়বদ্ধতা কোথায়?