এক জীবনে তোমার কথা
কেমন করে বলবো সব
শত জীবন পেলেও বলি
তুমিই শুধু আমার রব।
প্রশংসা সব তোমার জন্যে
মনের কথা তোমায় বলি
শেষ হয়না সে কল্পনা
তোমার দেয়া নিয়মে চলি।
গরিবী হালে তোমায় বলে
মেটে না আর মনের সাধ
ধন-সম্পত্তি বিত্ত বৈভবে
দুনিয়া জোড়া কঠিন ফাঁদ।
চলতি পথে তোমার সাথে
করেছি বহু গর্হিত কাজ
চাহি মার্জনা ঋজু প্রার্থনা
তুমি বিশ্ব জাহানের তাজ।
কাঙাল শূন্য করিনি পুণ্য
হেন সায়াহ্নে তিলক চিহ্ন
যতই সাজি ভাঁওতা বাজি
কোনো পূর্বাহ্নে হবো নিশ্চিহ্ন।
আগল দিয়ে পাগল বাঁধে
তোমায় বাঁধি মনের মাঝে
শত জনমে এই মননে
থাকবে তুমি সকাল সাঁঝে।
মনের আশা তোমার দিশা
মিলবে সদা সকল কাজে
দেখবে সবে নশ্বর ভবে
শ্রেষ্ঠত্বে তুমি উজ্জ্বল তাজে।