দেশটি আমার হাজারো মায়ার
শত জনমের ধন
কাছ থেকে দেখে মন মাঝে রেখে
সুখ পাই সারাক্ষণ।
আপনার হয়ে মন যায় বয়ে
আঁকাবাঁকা নদী তীরে
যত খুশি যাই কোন বাঁধা নাই
নিজেকে ভিজাই নীরে।
রসাতলে নয় দেশব্যাপী চায়
দেশটিকে ভালো রাখা
শত চেষ্টায় হয় না উপায়
মিলে মিশে সবে থাকা।
কতো পদ্ধতি নানা অত্যুক্তি
একতা নষ্ট হয়
মিষ্টি বুলিতে চাতুর্য ঝুলিতে
প্রতারণার আশ্রয়।
চিরচেনা দেশ ভাবনা অশেষ
দুর্নীতি দূর হোক
শান্তির আলো পেয়ে হোক ভালো
সরল দেশের লোক।
উনুনে আগুন মননে ফাগুন
চুলায় মাটির হাড়ি
মাঠ থেকে ফিরে কিছু অবসরে
খেয়ে নেয় তাড়াতাড়ি।
সব অধিবাসী সারা দেশবাসী
সহজ জীবন চায়
সবার উদ্যমে ন্যায়ের মাধ্যমে
দেখি যেন সবে পায়।