সবুজের আঢ়ম্ভর
আচ্ছাদনে নীলাম্বর
দিগন্ত মাতাল করা বনানীতে ঢল
ঝরঝর ঝরে যায়
ধুম আনন্দ ধারায়
বরিষণে মুখরিত বয়ে চলা জল।
ধূসর আকাশ আজি
নীল হতে নাহি রাজি
বিজলী তরঙ্গ খেলা খেলে সারা বেলা
ভিজে যায় গাছপালা
পার্বতীয় নদী-নালা
ভাসানো মেঘের ভেলা বাদলের খেলা।
মাতাল পাহাড়ি ঢল
জল প্রবাহ প্রবল
মৃন্ময়ী পাহাড়ি ঢালে বরিষণ কালে
ধুয়ে নিয়ে যায় কত
গাছপালা অবিরত
অসহায় হয়ে যায় বৃষ্টির আড়ালে।