মায়ের সোনার দেশে
নিবিড় শান্তির বেশে,
জীবন সেথা আগলে রাখি
দেশকে ভালোবেসে।
সবুজ মাঠের গায়
পরাণ জুড়ায়ে যায়,
নদীর বুকে লহরী নাচে
হালকা সোনা বায়।
চাঁদনী আলোয় মন
ভিজিয়ে দেয় যখন,
ভালোবাসার লাগাম ছিঁড়ে
উড়ে যায় তখন।
আকাশ আঁধার করে
অঝোরে বাদল ঝরে,
সবুজ মাঠে হৃদয় ছুটে
নিজের অগোচরে।
সময় যায় পেরিয়ে
আমার সোনার গাঁয়ে,
হাট বাজারে সওদা করে
পণ্য সাজায় নায়ে।
বাউল মনের হাসি
এ দেশকে ভালোবাসি,
সবার আগে দেশের কথা
মাটির টানে আসি।
পরাণ উড়তে থাকে
গাঁও গেরামের ডাকে,
আকাশ ছোঁয়া সরল মনে
অতিথি করে রাখে।
জীবন সেথায় টানে
বাউল মধুর গানে,
ঝনঝনানি মনের খনি
পাকা সোনার ধানে।
সোঁদা গন্ধে ভরা মাটি
জীবন সেখানে খাঁটি,
ধান পাটের খেয়া ঘাটের
বাংলা পরিপাটি।
মনের পাতায় রাখা
দেশকে নিয়ে থাকা
মনে উত্তাল উড়ানো লাল-
সবুজের পতাকা।
বিজয়ের এই দিনে
দেশটিকে নেই চিনে
অস্তিত্ব নেই কোনোখানে
মাতৃভূমি বিনে।