চাঁদ খসে এসে পড়া রূপা ঝরা আলো
নীলাভ্র আকাশ রাতে দূর হয় কালো
মিটি মিটি তারা সেথা জ্বলে অগোছালো।
নয় কোনো অনুরথ
আকাশের ছায়াপথ
কল্পনার মনোরথ, তারার আলো।
আলো আঁধারিতে ডুবে ধরণীর বুকে
কিশলয় নুয়ে থাকে মন ভরা সুখে
তৃপ্তির কিরণে ভরা চাঁদ টকটকে।
স্নিগ্ধ শোভন কিরণ
এক অমূল্য হিরণ
করে হৃদয় হরণ, দীপ্তিমান মুখে।
টকটকে জোছনায় ঝিরি ঝিরি বায়
সাগর ছাপিয়ে আসা ঠান্ডা হাওয়ায়
জোছনায় স্নাত হয়ে পরাণ জুড়ায়।
আলো আঁধারির মাঝে
অন্তরঙ্গতার সাজে
তৃপ্তিময়তা বিরাজে, শুদ্ধি শুচিতায়।
কালোর জগতে আলো উচ্ছল সোল্লাস
মিটি মিটি জ্বলে থাকা প্রাণের উল্লাস
তীর বেগে ছুটে আসা উল্কার বিলাস।
আলোর কেলিতে মাতে
ছায়াপথে একসাথে
নিজ মনে প্রতি রাতে, নিয়ত নিবাস।
রূপের ছটায় ভাসে রূপালী আলোতে
চাঁদের কিরণে নাই কার্পণ্য বিলাতে
রূপকথা ঘুরে ফিরে চাঁদের জগতে।
সুতো কাটা বুড়ি বসে
চাঁদ মামা শুনে হাসে
মাধুরী মাখা আকাশে, ঝকঝকে রাতে।
চাঁদনি রাতের রূপ আনন্দ স্বরূপ
এলোকেশী মায়াজালে স্নিগ্ধ অপরূপ
কেউ করেনি কখনো চাঁদের বিদ্রুপ।
সহিষ্ণু চন্দ্র বিলাস
মিষ্টি আলোর নির্যাস
নিয়মিত বিকশিত, মন ভোলা রূপ।