বেতন পেয়েছি ভাই
ব্যাংকের টাকা থাকে ব্যাংকেই
টাকার খবর নাই।
তরঙ্গের ভেল্কি-বাজী
কড়ায় গন্ডায় হিসাবে কারসাজি
ব্যাংকে রাখতে রাজি।
বাজার করতে এসে
ব্যাংক খালি হতে থাকে অবশেষে
টাকা প্লাস্টিক বেশে।
আয় উপার্জন ভালো
ব্যাংকের থেকে ব্যাংকে চলে গেল
টাকা হয় সাদা কালো।
কোন পথে আসা টাকা
অসৎ উপার্জনের পথ বেয়ে এসে
ন্যায় নীতি পড়ে ঢাকা।
হয়ে যায় টাকা কালো
টাকার প্রভাবে নিভে যায় আলো
সীমিত থাকাটা ভালো।