সেই তোমাকে ভাবছি বসে নতুন বছরে
বলতে পারো নতুন করে আজ অবসরে
মনের এমন আশা
বলার সকল ভাষা
যায় হারিয়ে সময় করে বলিনি তোমারে।
পাতার ফাঁকে চাঁদকে দেখে তোমায় ভাবায়
আশার আলো জাগিয়ে তুলে চাঁদটা আমায়
হাসি মাখা সেই মুখ
পেয়েছি অনেক সুখ
সুখে থাকা প্রেমে ঢাকা চকিতে ত্রস্ত হৃদয়।
মগ্ন মনে নগ্ন স্পর্শে হারিয়ে যেতাম কত
মনের কোণে চাহিদা জেনে জেরা ছিল শত
সহজ ছিল না বলা
মনের কথায় চলা
তখন থেকে তোমায় নিয়ে ভাবি অবিরত।
মেঘের ডাকে জীবন বাঁকে প্রতিচ্ছবি ফুটে
ঘুরে ফিরে দিন রাত্রি আপন পথেই ছুটে
মেঘের ঝড়ো হাওয়া
এমন কিছু পাওয়া
মেঘের ভেলা প্রেমের দোলা বাঁধা বিঘ্ন টুটে।
#reza ২/১-২০২১