ভালোবাসি বলে যায় ভালোবাসা টোকা দেয়
মৃদু আঁচে মন আঙিনায়
ভাবনা হারায় সেথা ভালোবাসা মধুমিতা
ভাবিনি কখনো কল্পনায়।
গহীন মনের কোণে দাঁড়িয়ে কিনা কে জানে
সাড়া দিয়ে যায় ক্ষণে ক্ষণে
কি যেন বলিতে চায় মন ভেজা ভাবনায়
একি দশা হলো মনে মনে।
পলকে বদলে যায় ঝলকে প্রাণ হারায়
এমনি ভালোবাসা জগতে
নতুন পিদিম পেলো হুট করে জ্বলে গেলো
জীবন দীপকের সলতে।
উড়ু উড়ু মন বুঝি ছুটে যেতে চায় আজি
বাঁধ ভাঙ্গা কোনো মোহনায়
বাঁধা দিতে মন চায় পুলকিত ভাবনায়
সীমাহীন দূর সীমানায়।
ভাবের আবেগে মন দিশেহারা অনুক্ষণ
অবুঝ প্রাণে দিয়েছে দোলা
সুখ সুখের আবেশে ভালোবাসার প্রবেশে
মনের দুয়ার হলো খোলা।
কি এক রহস্যে মন চৈত্রে কুয়াশা যেমন
চমকে ঝমকে সেথা ধায়
ঝাপটা আতশী ধাক্কা জীবন চলার উল্কা
দুরন্ত প্রেমময় ছটায়।