এসেছিল প্রেম সে-তো বাসন্তী সমীরে
পুলকিত হয়েছিল ফাল্গুনী আবিরে
চৈতি হওয়ায়
দোলা দিয়ে যায়
সুললিত প্রেমময় হৃদয় গভীরে।
পলাশের রঙ মাখা খোলা আঙিনায়
কোকিলের কুহুতানে প্রেমের দোলায়
নবীন পাতায়
সবুজ আভায়
দিগন্ত সীমানা ছেড়ে সুরের মায়ায়।
বুঝিনি তো তবে এই বাসন্তী বৈভব
নবান্ন জোয়ারে হৃদয়ের কলরব
লীলায়িত ক্ষণ
প্রসন্ন জীবন
মাঠ ঘাট প্রান্তরের প্রাঞ্জল উদ্ভব।
ফাল্গুনী হাওয়া লাগা চৈত্র দ্বার প্রান্তে
বসন্তের ঘোর লাগা অবশ দিনান্তে
আমের মুকুলে
মনের দুকূলে
এসেছিল প্রেম যেন এমনি বসন্তে।
জোনাকির ছটা দেখে চাঁদ তারা চুপ
ঝিঝি পোকা ডেকে ডেকে বলে যায় খুব
ছুঁয়েছে শিশির
প্রেমের আবীর
ধীরে ধীরে ম্লান হলো প্রেমের তুরুপ।
ছায়া পথে কায়া দেখি প্রেমের অঞ্জলি
প্রেমময় প্রকৃতির কবিতার ঝুলি
অঙ্কুরিত শাখা
উজ্জ্বল বিশাখা
নিয়ে এসেছিল প্রেম ভাগ্য ভরা ডালি।
#reza ১/৩-২০২১, সুইডেন