প্রিয় দয়াময় তোমারি আশায়
পথ পানে চেয়ে রই
সৃষ্টির শ্রেষ্ঠত্বে দয়ার মহত্ত্ব
তোমাতেই খুঁজে লই।
কাঙালের ঝুলি রয় শুধু খালি
ক্ষমা করো করুণায়
দয়ার আধান পথের সন্ধান
প্রতীতি করো দয়ায়।
অনন্তের পথে ছুটি দিনে রাতে
পথ ভুল হয় কতো
ঠিক পথটি রে আঁকড়িয়ে ধরে
চলি যেন অবিরত।
জীবন বেলাতে এমনি চলাতে
প্রভু তুমি সাথে রও
গরিবেরা আজ পেয়ে গেছি কাজ
তুমি প্রভু সাথী হও।
সকল প্রশংসা মোদের ভরসা
শুধুমাত্র তোমাতেই
একমাত্র আশা মম ভালোবাসা
তুমি ছাড়া কিছু নেই।
#reza ১/৪-২০২১