নয়ন মুদিয়া যাহারে দেখিয়া
নীরবে অশ্রু ঝরে
দুরেতে বসিয়া এমন করিয়া
দংশিয়া যায় মোরে।
দেখে যাই কত একান্তেই শত
সাধ মিটে না দেখিয়া
অন্তরের নিধি ছুটি নিরবধি
আমানতে রাখিয়া।
দুরেতে থাকিয়া নিভৃতে ডাকিয়া
তৃপ্ত হয়েছি যত
প্রভুর বিহনে বিদগ্ধ মননে
হন্যে হয়েছি তত।
চলমান পথে অন্ধ হয়ে তাতে
কত কিছু ভুলেছি
মায়াবী সংসারে বিভ্রান্ত অন্তরে
অবিরত দুলেছি।
জগত সংসারে বাঁধিয়া নিজেরে
দেখেছি শুধু স্বার্থ
দেখিনি ভাবিয়া তাঁহারে স্মরিয়া
হয়নি কেহ ব্যর্থ।
মন জ্বালাতন সহে না এমন
যশস্বী লুকোচুরি
হেরিয়া অতীত করিব প্রণীত
হৃদয়ের অঙ্গুরি।
মনের মাধুরী বিলিয়ে তাহারি
প্রশংসা করি শত
দয়ার বাহার দেখিয়া সবার
মস্তক অবনত।
কাঙালি নজর করো না ওজর
শান্তি এভাবে দেখে
সর্বদা ই দেখি দিবা-নিশি জাগি
হৃদ মাঝারে রেখে।
#reza ১৭/৮-২০২০