বিত্তের হাহাকার করে হয় একাকার
বাছ বিচার বিহীন সব অকৃতদার।
নির্বিচারে চলে অত্যাচার
ক্ষমতাধরের অহংকার,
দিবানিশি চলে এমন শত অনাচার।
ভোগের হস্ত করে সমস্ত ঘৃণিত কর্ম
বিত্তে উত্তপ্ত প্রায় বিলুপ্ত মানব ধর্ম।
বিচলিত নহে বিত্তবান
মানবতা হোক অবসান,
নিজ বৈভব জগতে সব অন্তরে বর্ম।
ঔদ্ধত্য দম্ভে অর্থের স্তম্ভে দেখি দাপট
নিবীর্য ভীরু নাই কশেরু লোভী লম্পট।
প্রক্ষালনে থাকে কলঙ্ক
সৃষ্টি জগতের আতঙ্ক,
শক্তি প্রতাপে আস্থা খেলাপে খর চম্পট।