ঠোঁটে ছোঁয়া ঠোঁট দুটি ভেজা ভেজা সিক্ত
জোটে কিছু যদি নহে অভিজ্ঞতা তিক্ত।
আস্বাদন স্বাদহীন মন নেয় বুঝে
আবেদন সুখময় পায় যেন খুঁজে।
মনের দুয়ারে ভাসে আমেজ অনন্য
কিসের কম্পনে যায় হারিয়ে চৈতন্য।
মনে শিহরণ যেন ছোঁয়া শুধু পায়
দুজনে গোপনে সুখে কোথায় হারায়।
মনের তন্ময় ভাব জাগায় অনুভূতি
জীবনের অনুভবে নির্ভর প্রতীতি।
হৃদয়ের ছোঁয়া লাগে ঠোঁটে ঠোঁট ছুঁয়ে
ভুবনের নির্মলতা যায় পেয়ে দুয়ে।
সৃষ্টির সুন্দর এই চুম্বন পবিত্র
দৃষ্টির স্পর্শানুভূতি বৈচিত্রে চরিত্র।
~~~~~~~~~~~
[ আয়না সনেট: যা ডান থেকে বামে কিংবা বাম থেকে ডানে পড়া যাবে অর্থাৎ উভয় দিক থেকেই পড়া যাবে। আয়নার মতো বলা যায়। কিছু কিছু নীচ থেকে উপরের দিকে পড়া যায়।
সনেট গুলো পর্ব বিন্যাস রীতি মেনে চলে না।
আয়না সনেটের প্রবর্তক "ড. রাজুব ভৌমিক"।]
[{ উল্টো দিক থেকে পড়লে: }]
সিক্ত ভেজা ভেজা দুটি ঠোঁট ছোঁয়া ঠোঁটৈ
তিক্ত অভিজ্ঞতা নহে, যদি কিছু জোটৈ।
বুঝে নেয় মন স্বাদহীন আস্বাদন
খুঁজে যেন পায় সুখময় আবেদন।
অনন্য আমেজ ভাসে দুয়ারে মনের
চৈতন্য হারিয়ে যায় কম্পনে কিসের।
পায় শুধু ছোঁয়া যেন শিহরন মনে
হারায় কোথায় সুখে গোপনে দুজনে।
অনুভূতি জাগায় ভাব তন্ময় মনের
প্রতীতি নির্ভর অনুভবে জীবনের।
ছুঁয়ে ঠোঁট ঠোঁটৈ লাগে ছোঁয়া হৃদয়ের
দুয়ে পেয়ে যায় নির্মলতা ভুবনের।
পবিত্র চুম্বন এই সুন্দর সৃষ্টির
চরিত্র বৈচিত্রে স্পর্শানুভূতি দৃষ্টির।