যেদিন গেছে সেদিন যদি ফিরিয়ে আনা যেত
বিলের পাড়ে ডাহুক ডাকা দিনটি ফিরে পেত।
আকাশ ছোঁয়া ধবল মেঘে মন উড়িয়ে দিয়ে
যেতাম বেয়ে সুখের তরী আবির মেখে নিয়ে।
মন পবনের নায়ের দোলে স্বপন ছোঁয়া লাগে
মিষ্টি মনে সোনার দিনে ফিরি সবার আগে।
সেদিন যদি আসেই ফিরে কল্প ছায়া ঘিরে
প্রাণে সবার পাবে জোয়ার মন মোহনা তীরে।
স্বপন দেখা সফল হবে এমন কিছু হলে
ঘুচিয়ে দেবো সবার ব্যথা সেদিন ফিরে পেলে।
দুখি সুখীর জীবন দোলা মধুর যাতে হয়
বিষাদ ব্যথা কঠিন কথা করবো মোরা জয়।
সুখের তরী বাইতে পারি সবাই কাছে এসে
আকাশ ছোঁয়া ভুলের বোঝা শোধন করি বসে।
গর্ব গরিমা দর্প বৈভব রাখবো সবে দূরে
শত্রু নহে মিত্র সবে গাইবো এক সুরে।
৫+৫+৫+২ মাত্রা