নয়নের জলে ব্যথা কিছু কথা বলে
প্রতি পলে পলে সেথা মনের অতলে।
তোলপাড় করে হায় দেখা নাহি যায়
সকলেই অসহায় জীবন বেলায়।
মনের অতলে ভাসে সমাধান আশে
নিত্য প্রচেষ্টা চালায় আপন বিশ্বাসে।
হৃদয়ের শত ক্ষত বাড়ে ধীরে ধীরে
পায়না সেথা আশ্বাস মুছে না তা নীরে।
মনের ভেলায় ভাসে প্রতিটি নিঃশ্বাসে
আশা শুধু যাবে মিশে আপন বিশ্বাসে।
হিয়ার এমনি কষ্ট আশা করে নষ্ট
হয়না কভু বিনষ্ট অনাহুত সৃষ্ট।
সান্ত্বনা খুঁজে বেড়ায় নিরাশা বাড়ায়
জীবন যেন সেথায় থমকে দাঁড়ায়।
মায়া ভরা এ সংসারে কতো কষ্ট ঝরে
আপনার অগোচরে পোড়ায় অন্তরে।
কিছু থাকে আপনার অসহ্য কষ্টের
বয়ে চলা জীবনের চোখের জলের।
দেখে যাই প্রতিদিন কতো অর্বাচীন
বয়সে প্রবীণ নহে অদম্য কঠিন।
কর্তব্য কর্মপন্থায় নহে উদাসীন
নাকাল হচ্ছে সর্বদা বড় অশালীন।
বয়ে চলা জীবনের কষ্ট অন্ত-হীন
উপেক্ষিত রহে ওরা নহে আত্মাধীন।
শিষ্ট আচরণে তারা বিনয়ী শালীন
কুলমর্যাদাবিশিষ্ট নহে গো কুলীন।
#reza ১২/৮-২০২০, সুইডেন