মৌন আবেশে দেখেছি বসে ছবির দিকে চেয়ে
আশ্বাস পেয়ে লিখতে যেয়ে উঠছি ঘেমে-নেয়ে।
ঝর্ণা ধারার হিমেল বায়ু যায় বুঝি ওদিক
মনের কথা পড়বে সেথা উঠানে বসে ঠিক।
মেঘের ভেলা পড়ন্ত বেলা বাতাস ছুঁয়ে যায়
বাদল ঝরা পাগল পরা মনের আঙিনায়।
আলোর ভেলা করবে খেলা মনের কথা নিয়ে
শিশির ঝরে আলতো করে মন ভিজিয়ে দিয়ে।
মন বাগানে দোলা লাগানো মনের কথা সব
মনের মাঝে সকাল সাঝে করছে কলরব।
মন ভেজানো কথা সাজানো যাবে তোমার পানে
আপন মনে ভাসানো ক্ষণে মন ভুলা বাগানে।
পদ্ম কলির পরাগ রেণু ভাসিয়ে দিয়ে জলে
মন ভুবনে সিক্ত গগনে গোপন কথা বলে।
রাঙা ঠোঁটের মাছরাঙাটি সুতীক্ষ্ণ দৃষ্টি মেলে
দৃষ্টি নিবদ্ধ সেথা আবদ্ধ শ্যেন দৃষ্টি আদলে।
উড়ন্ত মনে সন্ধ্যা লগনে তোমার পানে ধায়
মন ভোলাতে এই বেলাতে মন পবনের নায়।
মেঘের সনে মনের বনে করছে কলতান
তরঙ্গে দুলে নদীর কূলে মন ভোলানো গান।
মনের বাণী লিখেছি জানি নিজের মতো করে
জানলে তারে পোড়া অন্তরে সংশয় যাবে ঝরে।
মন উতলা এই অবেলা তোমার পানে ধেয়ে
নগ্ন মনের মগ্নতা আজি সেই প্রশ্রয় পেয়ে।
#reza ৮/১১-২০২০