আমি খুঁজি নাই কিছু বুঝি নাই
জীবনের বারতা
দেখি অসহায় জীবন বেলায়
খুঁজে ফিরি সততা।
হারিয়েছে যারা হয়ে মন মরা
নেই কোন আশ্রয়
সুদিনের ক্ষণে কত জনে জনে
পেয়েছিল প্রশ্রয়।
ভালোবাসা গানে খোলামেলা প্রাণে
ভালোবেসে সকলে
মিলেমিশে থাকি পাশাপাশি রাখি
শত কাজ ধকলে।
অহরহ ঘটে ভুল হয় বটে
অলীক কিছুই নয়
ভালো করে দেখি শুধরাতে থাকি
সখ্যতা যেন রয়।
ঘাত অপঘাতে নানা অজুহাতে
সম্পর্ক হয় ছিন্ন
কথা আর কাজে বহুরূপী সাজে
ছল ছুতা বিভিন্ন।
জগত বৈভবে ছলনা স্বভাবে
ঠক হয়েছে কত
লোভাতুর তারা বুদ্ধি থেকে মরা
বিভ্রম অবিরত।
ভুলের মাশুল দিবে যে প্রতুল
কারো নাই রেহাই
বিবেক কামড়ে যন্ত্রণা চিপড়ে
চলবে না দোহাই।
সময়ের সাথে ঘাত - প্রতিঘাতে
দেখি কত বিসর্প
বুদ্ধির অভাবে চটুল স্বভাবে
হয়ে ওঠে সদর্প।
( দৈনিক কাজের ভীষণ চাপ এবং নতুন বছরে দেশে যাবার কারণে আসরে কিছুদিন অনিয়মিত থাকতে হবে বলে দুঃখিত। )