হাসি মাখা সোনা রোদ আলো দিয়ে যায়
নিজেকে পুড়িয়ে নিজে কত কিছু পায়।
সুরুজের এই খেলা বোঝা বড় দায়
কত সুখ আছে তার নিজের পোড়ায়।
ভয়াবহ দাবানলে নিজে নিজে জ্বলে
শক্তির আধার সেতো সকলেই বলে।
জীবন প্রদীপ জ্বালে আলোর মহলে
সৃষ্টিকুল প্রাণ দেয় আপন কৌশলে।
জ্বলে পুড়ে শেষ হয় দ্বিধা নেই তার
চারিদিকে ছুটে যায় আলোর বাহার।
অবারিত আলো দিয়ে ক্লান্তি নাই যার
তেজস্বী আলোর জ্যোতি করে উপকার।
ধরণী গরমে মরে উত্তাপ প্রচণ্ড
তীব্র প্রখর শাণিত উষ্ণতার দণ্ড।
গরমের আহাজারি নির্মম পাষণ্ড
অনন্য দৃষ্টান্তে দীপ্ত এ বিশ্বভ্রমান্ড।
অবারিত আলো দানে মুক্ত উদারতা
সৃষ্টিকুলের কল্যাণে নাই বিষণ্ণতা।
দিবস জুড়িয়া রাখো আলোর মুগ্ধতা
আপ্ত আলোর কিরণে তপ্ত প্রখরতা।
#reza 10/5-2021