অসহায় বসে থাকা পথের দুধারে
সহায়তা হাত দুটো বাড়িয়ে অচিরে
মানবতার দৃষ্টান্ত দেখাতে কে পারে।
কর্মের যোগান দেয়া হাতটি বাড়িয়ে
সহজেই অনুমেয় যাবে যে দাঁড়িয়ে
শান্তির প্রদাহ রবে দিগন্ত ছাড়িয়ে।
জীবিকার অন্বেষণে হতে হয় হন্য
মানুষের হাত দুটো মানুষের জন্য
সহানুভূতি দেখিয়ে হতে পারে ধন্য।
ধীরে ধীরে মানবতা বিলুপ্তির পথে
ভরসা হারিয়ে ছুটে ভাবনার রথে
অনুপায় হয়ে দিন কাটে কোনমতে।
অভাবের দুনিয়াতে ওরা তো মানুষ
পরিজন অনাহারে থাকে না তো হুশ
আয়ের চেষ্টায় থাকে উদ্ভ্রান্ত বেহুঁশ।
উপার্জিত অর্থে যার দিন চলা দায়
সবে মিলে উপবাস এক বেলা খায়
কিছুটা সহানুভূতি নয় তো অন্যায়।
ক্ষুধার পাহাড় জুড়ে মানুষ নিরন্ন
দানা পানি অন্বেষণে রয়েছে আচ্ছন্ন
পাশাপাশি থেকে বলি ওরা নয় ভিন্ন।