ভুলিতে পারে না কেহ
চৈত্রে দাবদাহ
জ্বালিয়ে পুড়িয়ে যায়,
প্রকৃতি ভুলে শরম
প্রচণ্ড গরম
হতে হয় অসহায়।
এমন দুপুর বেলা
পথের কাফেলা
অতিষ্ঠ অসহ্য তাপে,
মাঠের ফসল নিয়ে
ভাবনা জড়িয়ে
কৃষকের বুক কাঁপে।
ধুলো উড়া পথঘাট
খর্খরে কাঠ
তীব্র ত্বেজে বিবস্বান্,
এমনি দিনের বেলা
দেখে যায় বলা
বীর্যবান তেজস্বান্।
তপ্ত প্রকৃতির ডাক
প্রসন্নতা পাক
জন জীবন দুয়ারে,
বনানীর গাছপালা
বুঝে নেয় জ্বালা
চৈত্রের তপ্ত জোয়ারে।
এই গরম প্রতোদ
কাঠফাঁটা রোদ
উষ্ণ বায়ুর ঊহিনী,
খর তাপে বিচরণ
কেঁপে উঠে মন
হারায় মনোমোহিনী।
বিরস চৈত্রের বেলা
প্রাণ ঝালাপালা
বৃষ্টির আশঙ্কা কম,
চৈত্রের নেই শরম
অসহ্য গরম
কষ্ট ডেকে আনা যম।
বছরের শেষ মাস
দেখা সর্বনাশ
হিসাবের গড়মিল
স্থবির চৈত্রের ক্ষতি
ফিরে পাবে গতি
চায় শান্তি অনাবিল।