যাবে তুমি সাথে আজ প্রভাতে সুন্দর গ্রামটায়
জোনাক জ্বলা রাতের বেলা মন প্রাণ উথলায়।
খাল বিল নদী পার হয়ে যদি যাও মোর সাথে
মন ভরে রবে গ্রামে যবে যাবে মুগ্ধ হবে তাতে।
খেজুরের রস মন করে বস ছোট্ট সেই গ্রামে
আশা ভরা মনে সেথা কত জনে সহসাই থামে।
ভেবে দেখো তাই চল মোরা যাই গ্রামের মেলায়
ধান পাটে ঘেরা বাড়ি ঘরে তারা আসর বসায়।
শুনে পালা গান পুলকিত প্রাণ খুশিতে নাচায়
অর্থের অভাবে মিলে মিশে সবে জীবন চালায়।
গলাগলি ধরে কত খেলা করে ছোট ছেলে মেয়ে
ধুলা বালি মেখে ভয় ডর রেখে ছুটে চলে ধেয়ে।
তুমি দেখ যদি ছোট সেই নদী জুড়াবে নয়ন
সুখের ছোঁয়ায় প্রাণের দোলায় দেখিবে স্বপন।
ছোট ছোট পাখি করে ডাকাডাকি কিচিরমিচির
সারা গ্রাম জুড়ে ছড়িয়ে ছিটিয়ে সুখের কুটির।
কিষান কৃষানি হাত টানাটানি সারা মাস ধরে
ফসলের শেষে মাঠে খাটে হেসে ঘাম পড়ে ঝরে।
দাওয়ায় বসে মিলে মিশে হাসে সাঁঝের বেলায়
আঙিনার ধারে কিছু অবসরে ভাটিয়ালি গায়।
হাসি খুশি ভরা এই নিয়ে তারা গ্রামে করে বাস
পাড়া প্রতিবেশী একসাথে বসি সুখের আবাস।
বাড়ি বাড়ি যাবে কাছাকাছি পাবে গ্রাম্য সরলতা
দূরে কিবা কাছে পাশাপাশি আছে গ্রামের হৃদ্যতা।
আজো আমি পাই যবে গ্রামে যাই সে আতিথেয়তা
কাছে নেয় ডেকে ওরা মন থেকে কত সরলতা।
গ্রামে তুমি গেলে দেখো সবে মিলে যত্ন করে কত
গ্রামের মাটিতে প্রতিটি বাটিতে আত্মীয়তা শত।
দখিনা হাওয়া শান্তিতে পাওয়া প্রাণের বারতা
ঢেউ খেলা ধানে মন শুধু টানে গ্রামের মুগ্ধতা।
গোধূলির ধুলি দেখে যাবে ভুলি কত রূপ গ্রামে
রাঙা আলিঙ্গনে গেঁথে থাকে মনে পটে সূর্য থামে।
যত দূরে যাবে ফিরে ফিরে চাবে গ্রামটি এমন
খেলাধুলা নিয়ে হৃদ্যতা বিলিয়ে কাটায় জীবন।
এঁকে বেঁকে নদী যায় নিরবধি গ্রাম গ্রামান্তরে
সরলতা ভরা ভালোবাসা ঝরা গ্রামীণ অন্তরে।
ভেজা কুয়াশায় মেঠো পথটায় ছোটো ছোটো ঘাস
পাও ভিজে যায় শিশির ছোঁয়ায় তৃপ্তির আভাস।
ভোরের বেলায় মাঠে বসে খায় পান্তা ভাতে নাস্তা
গাড়ি ঘোড়া নাই নিরিবিলি তাই পায়ে চলা রাস্তা।
চলো তবে যাই ছোট গ্রামটায় এই অবসরে
নাই পিছু টান সুখ মাখা প্রাণ দেখি গ্রামটারে।
শোন বলি তবু খেয়েছো কি কভু কলার পাতায়
নিমন্ত্রণে গিয়ে পেট ভরে খেয়ে প্রাণ ভরে যায়।
একবার যেয়ে এতো মজা পেয়ে বারবার যাবে
শিশিরের ছোঁয়া সকলের দোয়া গ্রামেই পাবে।
ঘুরেফিরে তাই গ্রামে চলে যাই গ্রাম ভালোবাসি
আনন্দের রেশ সুখের আবেশ তাই গ্রামে আসি।
#reza ১/১১-২০১৯