আকাশের গায়ে নীলিমার ছায়ে
জড়ানো মেঘের মালা
ভেজা ভেজা মন দিয়েছে সমন
ভিজে থাকা মনে জ্বালা।

সোনালী পাতায় মনের খাতায়
এঁকে দিয়ে যায় ছবি
সোনার বরণ করেছে হরণ
সাঁঝ আকাশের রবি।

বসন ভূষণ কতো আয়োজন
সাজগোজ চারিদিক
খোলা বাতায়নে মুগ্ধ নয়নে
অপরূপ নৈসর্গিক।

ঢেউ তোলা বায় মন ভিজে যায়
ঘুরা ফেরা আনমনে
মনের মাদল ঝরানো বাদল
সুখী লাগে নিগমনে।

রবি ছোঁয়া ছবি মনের পুরবি
তরঙ্গ ভেলায় ভেসে
ডানা মেলে উড়ে মেঘমালা জুড়ে
ঘুরা ঘুরি হেসে হেসে।
……………………….
শব্দ টিকা: মাদল~একরকম ঢোল, নিগমন~বাহির হওন