বুড়ো দাদু পাকা চুল
মাঝে মাঝে হয় ভুল
গল্পে থাকে মশগুল
অভিজ্ঞতা ও বহুল।
ফোকলা দাঁতের হাসি
গায়ের রঙে ফরাসি
কাজে-কর্মে গড়িমসি
বৌ ছিল তার রূপসী।
আপন কেউই নাই
মরার ভয়েতে তাই
করে না কভু বড়াই
জীবনের এ লড়াই।
লাঠি নিয়ে হেঁটে আসে
চলে ফিরে অনায়াসে
আসর জমায় কষে
গালগল্প ভালোবাসে।
সময় কাটানো গল্প
করে আজকাল অল্প
বুড়ো বয়সে সংকল্প
মরার নাই বিকল্প।
দিন গুনে তাই বসে
ভাগ্যে ছিল অবশেষে
চলেছে অচিন দেশে
দুনিয়ার দিন শেষে।
#reza ১/৬-২০২১