মেলে দিয়ে ডানা
হাবভাব খানা
এই বুঝি উড়ে যায়
অপরূপ ভাবনায়
উড়া নেই মানা।
নীল নীলিমায়
উড়ে চলে যায়
অজানা তার ঠিকানা
অপরিচিত অচেনা
বিচিত্র বিস্ময়।
কোথা যাবে উড়ে
আকাশটি জুড়ে
দুটি খোলামেলা ডানা
ঘোরাঘুরি নেই মানা
যাবে বুঝি নীড়ে।
হৃদয় পিঞ্জরে
কুরে কুরে মরে
জীবনের পরাজয়
ভেবে তাই ভয় হয়
খেদ রন্ধ্রে রন্ধ্রে।
মুক্ত হতে চেয়ে
ঘেমে উঠে নেয়ে
পিছু টানে বাধা ঘর
খড়্গ স্কন্ধের পর
বেড়ি বাধা পায়ে।
স্বপ্নের সাগর
যেন অজগর
হয়না কোন উপায়
আষ্টেপৃষ্ঠে বাঁধা রয়
এমনি নগর।