মনে জমা ভিড় খুঁজে শুধু নীড় শান্তির আশায়
ছুটে যেতে চায় সেই আঙিনায় মনের ভাষায়।
অনুজ্ঞা প্রার্থনা নয়
তৃপ্ত প্রকৃতি বলয়,
প্রশান্ত দিগন্তে মনের অজান্তে দিয়ে যায় সায়।
ঝড় বাদলের কত আদলের প্রকৃতির মাঝে
বল্গাহীন মনে ঘুরে ক্ষণে ক্ষণে সকাল বা সাঁঝে।
অবেক্ষণ অবিরত
ইন্দ্রিয় যবে সম্মত,
খুঁজে ফেরে তাই অনুতাপ নাই রৌদ্র দীপ্ত ঝাঁজে।
সুরে ভেসে যায় মন ভাবনায় কল্পিত ছায়ায়
অন্তহীন তৃপ্তি সুখময় দীপ্তি এমন মায়ায়।
হৃদয়ের শিহরণে
স্মৃতি মাখা আবরণে,
কদলী দোলায় মুরলী ভোলায় ঘুরে আলেয়ায়।
হাটি হাটি পায়ে মেঠো পথে গায়ে কুয়াশায় সিক্ত
প্রকৃতি উদার নেই ভাগীদার গ্রাম নয় রিক্ত।
সুচিতায় ঘিরে থাকা
কুহেলিকা পাখি ডাকা,
শহুরে আমেজ ভীষণ নিস্তেজ জীবনটা তিক্ত।
উদার দেহাতি নহে অন্তর্ঘাতী প্রশান্ত আবাস
নির্মল আকাশ শিমুল পলাশ শান্তির নিবাস।
ছোঁয়া দিয়ে যায় শান্তি
হৃদয়ে সুখের ক্রান্তি,
খোলা মেলা সব স্তব্ধ কলরব সুখের আভাস।
শির শির গায়ে ঝিরি ঝিরি বায়ে শীতল আমেজ
পরাণ জুড়ানো হৃদয় ভেজানো শ্যামল সতেজ।
সবুজের এই জেল্লা
সুখময় শান্ত কেল্লা,
ফিরে পায় যেন অন্তরে এহেন দীপ্তিময় তেজ।