ঝরা পাতা ভেসে যায় নদীর পানিতে
কি কথা বলিতে চাহে পারি না জানিতে
পাতাটির মর্মব্যথা
মনের গোপন কথা
মুখ বুজে বলে যায় ভাসিয়ে নদীতে।
কত যত্ন আত্তি করে গজানো শাখায়
ফুলে ফলে ভরে ছিল পাতায় পাতায়
সয়েছিল ঝড় জল
বেড়েছিল মনোবল
জড়িয়ে ছড়িয়ে ছিল সবুজ আভায়।
তরতাজা প্রাণ নিয়ে আবির্ভূত হয়ে
খরতাপে সেথা কত বায়ু যেত বয়ে
কিছুটা বিশ্রাম আশে
বসতো ছায়ার পাশে
শ্রান্ত ক্লান্ত দেহ নিয়ে রাখালের মেয়ে।
ভেসে ভেসে বলে যায় পাতার ভাষায়
ব্যথা তার শেষ হয় নদী মোহনায়
সাগরের ডাক শুনে
অস্তিত্বের দিন গুনে
ভাসা দিন শেষ হয় সাগরে মিশায়।
এতোটুকু আয়ু নিয়ে চলমান দিন
ঝরে যাবে তাই বুঝি হয়ে যায় ক্ষীণ
প্রবাহ মান জীবন
প্রবৃদ্ধ নত ক্ষরণ
কত সহজেই হতে হয়েছে প্রবীণ।
নদী শুধু বয়ে যায় স্মৃতিকথা নিয়ে
কত কথা নিয়ে যায় ভাসিয়ে ভাসিয়ে
জীবন নায়ের কথা
মনের গোপন ব্যথা
বহমান দিন যায় কাঁদিয়ে হাসিয়ে।
ভাসমান পাতা যায় ভাসিয়ে জীবন
এইভাবে শেষ হয় পাতার মরণ
ভাসিয়ে নিজের দেহ
দেখে নাই আর কেহ
জীবন শুকিয়ে ঝরে যাবার কারণ।