মধুমতির বাঁকে ঝিকিমিকি আলোকে
পূর্ণিমা চাঁদের খেলা
অমলিন পলকে চাকচিক্য ঝলকে
অপূর্ব আলোর মেলা।
ঝিরিঝিরি হাওয়া শীতল করে দেয়া
মন বশে নিয়ে আসে
হৃদয়ের আবেগে মন চায় সবেগে
প্রিয়জন থাক পাশে।
কুলে আসা লহরে শিহরিত প্রহরে
ছুঁয়ে যায় দেহ মন
কুলুকুলু সুরের জলের মুকুরের
অবিরল অনুক্ষণ।
ভাসিয়ে নিয়ে যায় ঝিকিমিকি ভেলায়
নিবিড় তৃপ্ত গাহন
জলকেলি বিহারে জোছনার বাহারে
চাঁদ ভেজা সম্মোহন।
সহর্ষে প্রিয়জনে চাঁদের বিচরণে
জোছনায় অবগাহন
আপনার জনের প্রেমময় ক্ষণের
হৃদয়ের সংবাহন।
চাঁদনী চাঁদোয়ায় নিকটে দুজনায়
অন্তরের মাখামাখি
মিটিমিটি আলোকে দুজনের পলকে
মুগ্ধতায় ভরা আঁখি।