তোলপাড় করে দেওয়া আবাহনে জাতি
জেগেছিলো একসাথে, মুক্তির দাবিতে
সেচ্চার হয়ে। সবার প্রাণের মহতী
নেতার প্রতি সম্পূর্ণ সমর্থন দিতে।
নিপীড়ণ অত্যাচারে জর্জরিত সবে
একাত্ম ঘোষণা করে, তুলেছিল দাবি।
আপোষ না-হলে, জোর করে আনা হবে
মুক্তি। স্বাধীন দেশের সংগ্রামী ছবি।
বঙ্গবন্ধুর সংগ্রামী হুঙ্কারে জনতা
দিলো, পরাধীনতার শিকল বিচূর্ণ
করে। আনলো সূর্যের দেশে স্বাধীনতা।
উদয়ের পথে স্বপ্ন সাধ হলো পূর্ণ।
দেশ খুঁজে পেলো, রক্ত রাঙা মুক্ত দিন
নতুন সোনালী আলো উজ্জ্বল স্বাধীন।