মন ভূমি চাষাবাদে মন নেই আর
বেদখল হয়ে গেছে জমি ছিল যার
মনের জমিতে চাষ করে যেত যিনি
চাষাবাদ বাদ দিয়ে চলে গেল তিনি।
সেই থেকে অনাবাদি মোর মন ভূমি
দখল পায়নি কেহ অনাবাদি জমি।
পুরনো জমিতে আজ আগাছায় ভরা
ডালপালা জঙ্গলের কতো পাঁয়তারা।
হাত জশ ছিল কত সেই হাতটির
আবাদ সহজ ছিল মনের মাটির।
ফলন দেখে সবাই মুগ্ধ হয়ে যেত
ঈর্ষায় কেহ আবার মনে কষ্ট পেত।
পতিত ভূমির প্রতি লোভাতুর চোখে
দেখেছিল কেহ কেহ বলেনি তা মুখে।
অনাবাদি রয়ে গেল সেই থেকে ভূমি
দখলে রেখেছে যিনি মনে মনে চুমি।
মনের মাঠেতে আর চাষাবাদ নাই
পুরোনো কৃষক যদি ফিরে আসে তাই।
#reza ১৭/১১-২০২০; সুইডেন