গোধূলির মায়া ভুলে দূরে যায় চলে
তপ্ত খরায় নাচের ঢিমে তালে তালে,
ঝরা কুসুমের ভালে
ছুঁয়ে থাকা মগডালে,
বসন্ত বিদায়ে ঘাটে নাও ভাসে পালে।
মলিন মলয়ে ব্যথা তপ্ত তরুলতা
তমাল তরুর মনে জাগে বিষণ্ণতা,
যুগ যুগের বহতা
শুভ্র বাসন্তী মুগ্ধতা,
দেখে যায় রেখে যায় বিদায়ী বারতা।
আবর্তনের ধারায় কিছু রেখে যায়
সৃজনশীল মুগ্ধতা চঞ্চল ধরায়,
কালের চক্রে হারায়
আবর্তনের কায়ায়,
বর্ষ শেষের বিদায়ী বেদনা ঝরায়।
ফিরে আসুক আবার নতুন উদ্যমে
অপেক্ষায় দিন গুনি অতীব সংযমে,
বসন্তবৌরির ডাক
পরাণ জুড়িয়ে যাক,
স্বাগত হবে আবারো ফেরার মাধ্যমে।