মেকির আড়ালে যারা নেকি খুঁজে মরে
তাদের মুন্ডুতে তেল চকচক করে,
দিয়ে ছলনার হাঁসি লুটে রাশি রাশি
চাতুর্য স্বভাব নিয়ে বলে ভালোবাসি।
তপ্ত উনুনে যখন মানুষের মন
ভাজা ভাজা হতে থাকে কি করে তখন!
জ্বলে পুড়ে ছারখার কি আর করার
মুখ বুজে সহ্য করে এমনি মরার।
সাজানো বাগান জ্বলে অনাচার বলে
চিতার অনলে দলে কুটিল কৌশলে,
সত্ত্বাধিকারী দত্তক সমাজে বর্তক
কপট কুটিল ঠক দামি প্রবর্তক।
গলায় মুক্তোর মালা চালাকির জ্বালা
প্রতারিত প্রতি বেলা নেই ফয়সালা,
চাটুকারিতা জোচ্চুরি চলে ভূরি ভূরি
চাতুর্যে উত্তরসূরী কুলীন চৌধুরী।
মাসতুতো ভাই তারা পর্দার ওপারে
কুট চালে ভারি পটু ধূর্ত কারবারে,
সমাজের রন্ধ্রে রন্ধ্রে হেন বুনো গন্ধ
কপট পরিচালক ব্যস্ত রাজ-স্কন্ধ।
প্রদীপের নীচে যত জৌলুস চেহারা
পুত পবিত্র তাপস গড়েন দেহারা,
মরচে পড়া চরিত্রে অভিনয়ে পটু
ভদ্রণী লেবাসধারী বাক্য ঝরে কটু।