বিশেষ কারণে হয়নি আসরে কিছুদিন আনাগোনা
ছিলেন স্মরণে তবু ও হয়নি সময়ের বনিবনা,
ঘুরা হয় নাই কবিদের পাতায়
লিখা হয় নাই কবিতার খাতায়,
নিয়তির টানে আসরের পানে হতে হয়েছে আনমনা।
ললাট তিলকে কঠিন আলোকে উল্টে পাল্টে গেল সব
মনের বিলাপে আপন আলাপে করেছিল কলরব,
অসহায় বসে সময় হলো পার
কয়টা দিন হয়ে গেল একাকার,
কিছুদিন তাই হতে হয়েছিল অপ্রত্যাশিত নীরব।