অধরা অধর
অধর পায় না ছোঁয়া সহসা অধরে
আচকা পায়না তাহা হয়না সাদরে।
হৃদয় পেয়েছে ছোঁয়া কোমল হৃদয়ে
কাছাকাছি পাশাপাশি হয়েছে সদয়ে।
যদিও হৃদয় ছোঁয় দূরের হৃদয়
কাছের অধর যেন অধরাই রয়।
হৃদয়ে হৃদয় ছুঁয়ে জুড়ায় হৃদয়
অধরে অধর ছুঁয়ে কি যেন কি হয়।
সুখেতে হৃদয় দোলে নিঃসীম সুদূরে
জমিনে ছোঁয়া আকাশ নাচিছে অদূরে।
তৃপ্তিময় ছোঁয়াছুঁয়ি মনের খোরাক
সব ছোঁয়াতেই তৃপ্ত মনে শান্তি পাক।
স্বপন দোলায় দোলে হৃদয় ছোঁয়ায়
সুখের দোলায় যেন মনন ভোলায়।
বাসর সাজায় সুখী মিলন মেলায়
ছোঁয়ায় ছোঁয়ায় ভরে জীবন বেলায়।
লজ্জাবনত ছোঁয়ায় মন ভিজে যায়
কম্পিত হৃদয় ভাসে সুখের ভেলায়।
সাত পাকে বাধা মন সুখ সুধা পিয়ে
অধর হৃদয় ছোঁয় কাছাকাছি গিয়ে।
#reza ২৩/৫-২০২১