পলক মেলে দেখলে যখন, আমার
নজর পড়েনি। ঠায় দাঁড়িয়ে তাকিয়ে
ছিলাম তোমার চোখে, চোখটি আবার
পড়ার আশায়। মনোমুগ্ধতা মাখিয়ে
দেখলে তুমি আমায়। চোখের ভাষায়
তৃপ্ত হলো মন। সেই প্রথম দেখায়
ভালো লাগায় ভরলো হৃদয় আশায়।
মন দোলালো সুখের পুলক লাগায়।
শুভক্ষণের দৃষ্টিতে, অন্তর দ্যাখনি।
তোলপাড় করা মুগ্ধ মোহনীয়তায়
দেখেছি তোমায়। স্থান পেয়েছে চাহনি
চিরতরে হৃদয়ের তৃপ্ত আঙিনায়।
মনি কোঠায় রয়েছো প্রতিটি প্রহরে
দৃষ্টি বিনিময়ে মুগ্ধ হৃদয় লহরে।