প্রিয়জন যবে প্রিয় কথা কবে
স্মৃতি সম্ভার স্মরিয়া
পার করা দিন
হবে যে রঙিন
শান্তি পাবে সে মরিয়া।
হাসিখুশি মনে প্রতি ক্ষণে ক্ষণে
মিলেমিশে থাকি যবে
সময়ের সাথে
খুশি হবে তাতে
ভালোবেসে যাবে সবে।
আপনারে তাই রাখিব সবাই
আমরা সবার তরে
আত্মিয় বন্ধনে
প্রীতি সম্বোধনে
সৌহার্দ্য প্রতিটি ঘরে।
আপনার ভালো করিবার ভালে
চারিদিকে ভালো চাই
নিজেকে বুঝিয়া
শিকড় খুঁজিয়া
ভালোবাসা দিয়ে যাই।
বন্ধন যখন বন্ধন বিহীন
মধুর ঐশ্বর্যে মোড়া
স্বতন্ত্র স্বাধীন
তৃপ্ততা অসীম
সারাটা ভুবন জোড়া।
~~~ ~~~ ~~~