জীবনের পথচলা বন্ধুর বিব্রত
উদ্দীপ্ত হৃদয়ে দ্বিধা ধন্দ অবিরত।
সঙ্গোপনে অভিলাষ সুমুখের পানে
প্রজ্জ্বলিত আবাহন সকলেই জানে।
অভীষ্ট লক্ষ্য সুদূর অসীম অবধি
ধাবিত নিয়তি পড়ে থাকে নিরবধি।
উচ্ছল উদ্দীপনায় ছুটন্ত হৃদয়
বিশ্বাসী দৃষ্টি উন্নীত রাখতে সদয়।
অন্তরের পরিতৃপ্তি প্রতিভাত নয়
খারাপ প্রবৃত্তি যেন দূরীভূত হয়।
আপন ভাগ্যলিপিতে হাহাকার ভাসে
নৈকট্য আবেশটুকু নাই তার পাশে।
তোমাতে তুমি অনন্য জগত প্রণেতা
ক্ষমাকারী দয়াময় বিশ্বের বিধাতা।
অসহায় অপেক্ষায় দয়ার দুয়ারে
তব কৃপায় সান্নিধ্য দান করো তারে।
বিব্রত~বিপর্যস্থ অর্থে