চৈত্রের শেষে আজ দিয়ে যায় ডাক
এলোরে এলো বুঝি এলো বৈশাখ
শুকনো হওয়ায় দুলে
শোকের মাতম ভুলে
নতুন বছর নিয়ে এলো বৈশাখ
নতুন সাজে আজ মন ভরে থাক।
মঙ্গল জনক হোক বছরের শুরু
মহামারী ভয়ে বুক কাঁপে দুরু দুরু
অকারণে ঝরে কত অশ্রু
চারিদিকে কি যে হলো শুরু
ধুয়ে মুছে যাক দূরে পার হয়ে মেরু।
এলোরে এলো আজ এলো বৈশাখ
মনের খুশিতে সবে সানাই বাজাক
খুশির ফোয়ারা বিলাক
প্রাণের উল্লাসে ভরে থাক
নতুন বছরে পাক প্রাণের খোরাক।