যবে হুট করে এসে বসে যাও পাশে
মন প্রাণ ভরে যায় পিরিতি বাতাসে।
হৃদয়ের পাশাপাশি হৃদয়ের মেশা
আনচান মনে শুধু প্রেমময় নেশা।
পিরিতি পিঁড়িতে বসে দেয়া নেয়া যবে
কতটুকু মন দিলে কতটুকু পাবে।
মন দিয়ে খুশি হয়ে মন পেতে চাও
মনের মাধুরী দিয়ে মনকে সাঁজাও।
যদি ভালোবাসো তবে ত্রুটি দেখা পাবে
ভালোবাসা দিয়ে সেই ভুল সামলাবে।
ভালোবেসে পার হবে দুর্গম অজানা
ভালোবাসা জানেনা যে পথের ঠিকানা।
এভাবেই ভালোবেসে পার হবে পথ
ভালোবেসে আজ থেকে এমনি শপথ।
দুটি পথ এক হয়ে একাকার হবে
দুটি মত এক হয়ে একমত যবে।
সন্দেহের অবকাশে বাড়ে বহু ধন্দ
দূর হয় জীবনের পরম আনন্দ।
অপ্রত্যয় দূর করে থাকি যেন পাশে
বিশ্বাস আস্থায় তাই যাই ভালোবেসে।
#reza ১৩/৮-২০২০