শহুরে জৌলুস ছাড়ি সাজানো গ্রামের বাড়ি
প্রাণ ভরে নেই দম
ইট-কাঠ পাকা বাড়ি চাকচিক্যে ছড়াছড়ি
শহরে যা জোটে কম।
খোলা মেলা চারিদিক প্রকৃতি বড়ই রসিক
করে যায় আপ্যায়ন
গুমোট বাতাবরণ স্বাধীনতার হরণ
শহরে টিকে না মন।
পাড়া পড়শির খোঁজ গ্রামবাসী রাখে রোজ
থাকে তারা আশেপাশে
বিপদ আপদ হলে কাজকর্ম সব ফেলে
সাথে সাথে ছুটে আসে।
এড়িয়ে চলা স্বভাব শহরে নাই অভাব
ছুটি নাই সব কাজে
যার যার তার তার কারোর নাই বিকার
মানবতা মরে লাজে।
চত্বরের আশেপাশে ঘোরাফেরা অনায়াসে
অশিষ্ট হয় না কেহ
দীন জীর্ণ দেউলিয়া গরিবের ঋদ্ধ হিয়া
কৃশকায় শীর্ণ দেহ।
আতিথ্যে কার্পণ্য নাই গ্রামে যেয়ে সদা পাই
সরল মনের মেলা
পিছুটান দূরে ঠেলে কোন কাজে গ্রামে গেলে
শান্তিতে কাটে দুবেলা।
কোথা যদি যেতে চাও গ্রামে যেন আগে যাও
অমূল্য তৃপ্তির ক্ষণ
সবটুকু মনে রবে উপভোগ শুধু হবে
সুন্দর গ্রাম্য জীবন।
#reza 11/11-2020