বছরের ব্রত

বাতাস হয়ে ছুঁয়ে যাবো
বৈশাখের এই শুরুতে
জড়িয়ে রবো লতার মতো
বাংলা মায়ের মাটিতে।

জুঁই চামেলি ফুলের মালা
জড়িয়ে আজি গলাতে
মনের বনের খুশির জ্বালা
সাজানো এই বেলাতে।

হাজার তারার বাতি জ্বেলে
বছর বরণ নকশীতে
স্নিগ্ধ চাঁদের ছোঁয়া পেলে
মন ভেজাবে খুশিতে।

কুলক্ষণে ইতর হীন জীর্ণ
দূরে রাখি আমাতে
বাধা বিঘ্ন করিয়ে উত্তীর্ণ
পবিত্র রবো ধরাতে।

পণ করেছি বছর শুরুর
বৈশাখী এই মেলাতে
গড়বো মোরা কল্প-তরুর
এমন নতুন বেলাতে।

#reza  ১৫/৪-২০২০