বের হয়েছি একেলা
সেদিন সকাল বেলা,
রাস্তার এপার থেকে
বেশ জোরে চিৎকার শুনি
এই ঘর থেকে তুমি
বেরিয়ে যাও এক্ষুণি।
সহসা একথা শুনে
হেঁটে চলে যাই অন্য মনে
হাঁটাহাঁটি শেষ করে
ফিরছি পথটি ধরে,
দেখি আলুথালু বেশে
রাস্তার অপর পাশে বসে।
একাকি বিষণ্ণ মনে
অঝরা চোখের কোণে
চিক চিক করা জল,
অব-লম্ব হারা মনোবল
হারালো তার আশ্রয়
কিভাবে হবে সাশ্রয়?
দিতে চাইনি প্রশ্রয়
এ বিশাল ভুবনের পাশে
জীবন চলার আশে
ছিল ঠাঁই আজ নাই
একা চলা জানা চাই
মনে চায়, সান্ত্বনা জানাই
কিছু কথা বলে দিয়ে
কিছুটা দায়িত্ব নিয়ে,
পরনির্ভরতা থেকে
মুক্ত করতে নিজেকে
প্রচেষ্টা করে যেন সবাই।