জীবনের চাহিদার শেষ নাই আর
পূরণ হবার মত আশা করা ভার।
ধীরে ধীরে বেড়ে যায় চলার গতিতে
কতটুকু ছিল তার চাহিদা অতীতে।
চলার গতির সাথে যতটা উন্নতি
বেড়ে উঠে সেই সাথে ততটা ঘাটতি।
ধনের অভাবে মন কাঁদে অহরহ
প্রাপ্তিযোগে বেড়ে যায় ধনের বিরহ।
সম্পদ সাধনে সদা ব্যাতিব্যস্ত থেকে
অবিকৃত চাহিদারা উঁকি দেয় ডেকে।
ঝরা বাদলে ধরার মিটে না চাহিদা
প্রাচুর্যে মিটে না কভু মনের পুশিদা।
সন্তুষ্টির সরোবরে চাহিদা লুকায়
লোভ নিবারণে যেন চাহিদা শুকায়।
সীমানা প্রাচীরে লোভ থাকে না আটক
অন্যায় অবিচারের প্রধান ফটক।