ন্যাংটা পাগল
ধরেছে সত্যের আগল
আমার মাথায় হয়েছে গন্ডগোল।

এইতো কলিকাল
সবকিছু হবে ডিজিটাল
সত্যি বলছে পাগলা আজকাল।

মন্দের জয়
পাগলে কি-না কয়
তা-কি সত্যি কখনো হয়।

ভাতের হাহাকার
দুর্নীতির জয়-জয়াকার
ক্ষমতাধরদের নাই কোনো বিকার।

বেকার সমাজ
হন্যে হয়ে খুঁজে কাজ
অনিয়মের আড়ালে সব কিছু আজ।

বলা যায় না কিছু
ফেউ বুঝি লাগবে আগুপিছু
ভয়ে ভয়ে থাকে কোথায় আছে বিচ্ছু।